CaptionsMaker
.com
প্রতারণা Cheating ***** Rowshan Alam *****
Edit Subtitles
Download Subtitles
SRT
TXT
Title:
Description:
প্রতারণা কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির সাথে কোন লেনদেনের সময় অথবা অন্য কোন কর্ম সম্পাদনের সময় সত্য তথ্য দেবেন এটাই প্রত্যাশিত। কিন্তু কখনো কখনো এমন পরিস্থিতির উদ্ভব হয় যখন মিথ্যা তথ্য সরবরাহ ও প্রদর্শন করেও কেউ কাজ হাসিল করে। অন্য ব্যক্তিকে ফাঁকি দিয়ে ছলনা করে যখন কোন কার্য সম্পাদন করা হয় তখন ক্ষতিগ্রস্থ ব্যক্তির প্রতি প্রতারণা করা হয় । প্রতারিত ব্যক্তির তখন প্রতিকার পাবার আইনগত অধিকার জন্মায়। দন্ডবিধি,১৮৬০ এর ৪১৫-৪২০ ধারায় প্রতারণা সংক্রান্ত বিষয়াদির উল্লেখ রয়েছে। যেমন, ৪১৫ ধারায় প্রতারণা বলতে কী বুঝায় তার সংজ্ঞা দেওয়া হয়েছে, ৪১৬ ধারায় মিথ্যা পরিচয় দান পূর্বব প্রতারণা বলতে কী বুঝায় তা বলা হয়েছে, ৪১৭ ধারায় প্রতারণার জন্য শাস্তি নির্ধারিত হয়েছে ইত্যাদি।
YouTube url:
https://www.youtube.com/watch?v=hgUuSTs6c2A&list=PLnlYkJYLfo3DDBFOtmQwwPDziWVFeIaed&index=1&t=4s
Created:
28. 4. 2022 17:13:16